promotional_ad

ইংল্যান্ড দলে ডাক পেলেন ডাকেট-মালান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন এক ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন বেন ডাকেট এবং ডেভিড মালান। 


এদিকে জেমস ভিন্স ডাক পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে। মূলত ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নিষিদ্ধ হওয়াতে এবং ওপেনার জেসন রয়ের ইনজুরির কারণে সুযোগ পেয়েছেন তাঁরা।


মালান ইংল্যান্ডের উইন্ডিজ সফরের দলে ছিলেন। তবে খেলার সুযোগ পাননি কোনো ম্যাচে। ডাকেট ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালে। ভিন্স রয়্যাল লন্ডন কাপে দুর্দান্ত খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন।



promotional_ad

হ্যাম্পাশায়ারের হয়ে গত সপ্তাহেই তিনি ক্যারিয়ার সেরা ১৯০ রানের ইনিংস খেলেছেন। এই তিনজন ছাড়া ইংল্যান্ডের বিশ্বকাপ দলের প্রায় সকলেই আছেন এই স্কোয়াডে।


ইংলিশ পেসার মার্ক উড আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ডারহামের হয়ে দুটি রয়্যাল লন্ডন কাপের ম্যাচ খেলবেন তিনি।


আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের ইংল্যান্ড স্কোয়াডঃ


ইয়ন মরগান, জফরা আচার, টম কুরান, জো ডেনলি, বেন ডাকেট, বেন ফোকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেমস ভিন্স, ডেভিড উইলি।



পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ইংল্যান্ড স্কোয়াডঃ 


ইয়ন মরগান, মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball