পাকিস্তানকে ১৪৮ রানে গুঁটিয়ে দিল বাংলাদেশ
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দলের মুখোমুখি হয়েছে সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব ১৬ দল।
আর এই ম্যাচে শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১৪৮ রানে অলআউট হয়েছে পাকিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেছেন মুহাম্মদ ওয়াকাস। আর ৩২ রান এসেছে উমর ঈমানের ব্যাট থেকে।
ম্যাচটির শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না পাকিস্তানের। স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই ওপেনার মুহাম্মদ শেহজাদকে হারিয়ে বসে দলটি। বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটি হানেন মুশফিক হাসান।
দ্রুত উইকেট হারালেও দলের পক্ষে হাল ধরেন ওপেনার সামির সাকিব এবং তিন নম্বরে নামা মুহাম্মাদ ওয়াকাস। দুজন মিলে দলকে ৫০ রানের পুঁজি এনে দেয়ার পাশাপাশি জুটি গড়েন ৪৪ রানের। কিন্তু এই দুজনের জুটি ভাঙ্গেন আইচ মোল্লা। ১০ রান করা সাকিবকে বিদায় করেন তিনি।

পরবর্তীতে শুরুতে ১ উইকেট তুলে নেয়া মুশফিক পাকিস্তানের মিডেল অর্ডারে ধ্বস নামান। ৫০ রানে ২ উইকেট হারানো পাকিস্তান ১৩৬ রান স্কোরবোর্ডে যোগ করতেই ৮ ব্যাটসম্যানকে হারিয়ে বসে। শেষ পর্যন্ত আর বেশিদূর এগোতে পারেনি তারা। ৫০.৪ ওভারে মাত্র ১৪৮ রানে থামতে হয়েছে সফরকারীদের।
বাংলাদেশের পক্ষে ৩৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন মুশফিক হাসান। অপরদিকে ২টি করে উইকেট নিয়েছেন আশিকুর রহমান এবং মাহফুজুর রহমান রাব্বি। আর ১ করে উইকেট পেয়েছেন আইচ মোল্লা ও তানভির আলম অয়ন।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ স্কোয়াডঃ
মফিজুল ইসলাম রবিন, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জানি, সোহাগ আলি, রিয়াদ খান (অধিনায়ক), আইচ মোল্লা, মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), আজিজুল হক রনি, তানচীর আলম অয়ন, শামসুল ইসলাম ইপন, মাকসুদুর রহমান (উইকেটরক্ষক), আশিকুর রহমান, শাহরিয়ার আলম মহিম, এবং মুশফিক হাসান।
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ স্কোয়াডঃ
আব্দুর রেহমান, আহমেদ খান, আফজাল মানজুর, আলি হাসান, আলি আসফান্দ, আলিয়ান মেহমুদ, আমির হাসান, আরহাম নওয়াব, আসির মুঘল, আইয়াজ শাহ, ফয়সাল আকরাম, ফরহাদ খান, ইবরার আফজাল, হাসিবুল্লাহ, কাসিফ আলি, খালিদ খান, মোহাম্মদ হাসনাইন সাবির, মোহাম্মদ লতিফ, মোহাম্মদ শেহজাদ, মোহাম্মদ ওয়াকাস, মুনিব ওয়াসিফ, মাসুদ আহমেদ, রিজওয়ান মাহমুদ, সামির সাকিব, উমর আমান (অধিনায়ক), জুবাইর শিনওয়ারি।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান অনূর্ধ্ব ১৬ঃ ১৪৮/১০ (৫০.৪ ওভার) (ওয়াকাস ৩৯, ঈমান-৩২;মুশফিক ৪/৩৭, আশিক-২/২২)