ডেথ বোলিংয়ে গুরুত্ব ক্যারিবিয়ানদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগে বোলিংয়ের প্রতি বাড়তি গুরুত্ব দিচ্ছে উইন্ডিজ ক্রিকেট দল। বিশেষ করে ডেথ ওভারে ভালো করার কৌশল নিয়ে নতুন কোচ ফ্লয়েড রেইফারের তত্ত্বাবধানে কাজ করছে ক্যারিবিয়ানরা।
ত্রিদেশীয় সিরিজের উইন্ডিজ স্কোয়াডটি গঠন করা হয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে। দলটিতে অভিজ্ঞদের মধ্যে অধিনায়ক জ্যাসন হোল্ডার ছাড়াও রয়েছেন ড্যারেন ব্রাভো, রস্টন চেজদের মতো ক্রিকেটাররা। সবমিলিয়ে ভারসাম্যর দিক থেকে দলটি নিয়ে সন্তুষ্ট ক্যারিবিয়ান কোচ। রেইফার বলেছেন,

'আমরা নির্দিষ্ট বেশ কিছু জায়গা নিয়ে কাজ করেছি। আমরা বোলিং প্ল্যান নিয়ে কাজ করছি, ডেথ বোলিং নিয়ে অনেক কাজ করেছি। সবমিলিয়ে আমাদের এনার্জি লেভেল অনেক বেশি। এটি আসলেই একটি ভালো দল। এখানে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল রয়েছে।'
বর্তমান এই দলটির মাঝে অন্তরঙ্গতা এবং আস্থার অভাব দেখছেন না রেইফার। আর সেই কারণে আগামী বিশ্বকাপেও ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি। তাঁর ভাষ্যমতে, 'বিশ্বকাপে আমাদের এক্স ফ্যাক্টর রয়েছে। আমাদের মাঝে অন্তরঙ্গতা এবং পরম্পরের প্রতি আস্থা ব্যাপক।'
উল্লেখ্য আগামী ৫ই মে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে উইন্ডিজ। এরপর ৭ তারিখ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অংশ নিবে তারা। ত্রিদেশীয় এই সিরিজটি দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চাইবে দলগুলো।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেল্ডন কর্টরেল , শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল আমব্রিস, রেমন্ড রেইফার, ফ্যাবিয়ান অ্যালেন, আশলে নার্স, রস্টন চেজ, শেন ডউরিচ, জোনাথন কার্টার।