ওয়ানডে স্ট্যাটাস পেল নামিবিয়া ও পাপুয়া নিউগিনি

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে স্ট্যাটাস পেল নামিবিয়া এবং পাপুয়া নিউগিনি। ওয়ার্ল্ড ক্রিকেট লীগের দ্বিতীয় বিভাগের খেলার শেষদিনে এমন মর্যাদা অর্জন করেছে দল দুইটি।
আসরে পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ চার দলের পাওয়ার কথা ছিল ওয়ানডে স্ট্যাটাস। আর এতেই ওমান এবং যুক্তরাষ্ট্রের পর তৃতীয় ও চতুর্থ দল হিসেবে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে যথাক্রমে নামিবিয়া এবং পাপুয়া নিউগিনি।

যদিও পয়েন্ট তালিকায় যুক্তরাষ্ট্রের ঠিক আগের স্থানে আছে নামিবিয়া। শেষ ম্যাচে হংকংকে ১৫১ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচে মোট তিন জয় নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে দলটি।
সমান জয় নিয়ে তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। পাঁচ ম্যাচে মাত্র দুইটি জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থতে থেকে ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করেছে পাপুয়া নিউগিনি।
সমান জয় নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে কানাডা। অল্পের জন্য ওয়ানডে স্ট্যাটাস পেল না দলটি। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে হংকং।
পয়েন্ট তালিকায় একদম তলানিতে অবস্থান করছে দলটি। এছাড়া পাঁচ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট তালিকায় এক নম্বরে থেকে অনেকটা রাজকীয়ভাবেই ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ওমান।