ক্রিকইনফোর বিশ্বকাপ সেরা একাদশের অধিনায়ক ইমরান খান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। একাদশের অধিনায়ক হিসেবে তাঁরা রেখেছে ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান খানকে।
যদিও একাদশে আছেন ক্যারিয়ারে অধিনায়ক হিসেবেই দুটি বিশ্বকাপ জেতা অজি ক্রিকেটার রিকি পন্টিং। এই একাদশে ওপেনার হিসেবে আছেন অ্যাডাম গিলক্রিস্ট এবং শচিন টেন্ডুলকার।

ভারতের ক্রিকেট কিংবদন্তী টেন্ডুলকারকে সঙ্গ দেওয়া অজি ক্রিকেটার গিলক্রিস্ট পালন করবেন উইকেটরক্ষকের দায়িত্ব।
তিনে পন্টিং, চারে আছেন উইন্ডিজ কিংবদন্তী স্যার ভিভ রিচার্ডস। পাঁচ নম্বরে আছেন সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ছয়ে ইমরান খানের পর আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ল্যান্স ক্লুজনার।
এরপরে দলের পেস বোলিং আক্রমণ সামলাবেন সাবেক পাকিস্তানী অলরাউন্ডার ওয়াসিম আকরাম এবং অজি ক্রিকেট গ্রেট গ্লেন ম্যাকগ্রা।
স্পিনার হিসেবে আছেন অজি কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্ন এবং শ্রীলংকার সাবেক স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন।
ক্রিকইনফোর বিশ্বকাপ সেরা একাদশঃ- অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), শচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, ভিভ রিচার্ডস, কুমার সাঙ্গাকারা, ইমরান খান (অধিনায়ক), ল্যান্স ক্লুজনার, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন।