১৫ বিশ্বকাপের সাত সদস্য নিয়েই শেহবাগের দল

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
দুইদিনের মধ্যেই নিজেদের বিশ্বকাপের দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর আগে নিজের পছন্দের স্কোয়াড ঘোষণা করেছেন সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেহবাগ।
টুইটারের মাধ্যমে নিজের পছন্দের স্কোয়াড ঘোষণা করেছেন শেহবাগ। ২০১৫ সালে ভারতের হয়ে বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মধ্যে সাতজনকে দলে রেখেছেন তিনি।

তাঁরা হলেন ভিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি।
এছাড়া শেহবাগ বদল করেছেন আট ক্রিকেটারকে। বাড়তি উইকেটরক্ষক হিসেবে দিনেশ কার্তিকের চাইতে তরুণ রিশভ পান্তের উপরেই ভরসা করছেন তিনি।
এছাড়া শেহবাগের দলের বাকী সাত সদস্য হচ্ছেন কেদার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহা, বিজয় শঙ্কর এবং জাসপ্রিত বুমরাহ।
বিশ্বকাপে শেহবাগের পছন্দের ভারতীয় দলঃ- ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, রিশভ পান্ত, কেদার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল, বিজয় শঙ্কর ও জাসপ্রিত বুমরাহ।