নির্বাচকদের ভাবিয়ে তুলবেন আর্চারঃ স্টোকস

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার সুযোগ বেড়েই চলেছে জোফরা আর্চারের। ইংলিশ দলপতি ইয়ন মরগান ও কোচ ট্রেভর বেইলিসের পর এবার অলরাউন্ডার বেন স্টোকসও দলে চান আর্চারকে। ইংলিশ নির্বাচকদের ভাবিয়ে তুলবেন আর্চার, বিশ্বাস স্টোকসের।
সম্প্রতি রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন স্টোকস। এক প্রশ্নের জবাবে স্টোকস জানিয়েছেন,

'জোফরা যেকোনো দলকেই ভালো দলে পরিণত করতে পারে। আমার দেখা বোলারদের মধ্যে সে সহজাত প্রতিভার অধিকারী। আমি জানি না সে কতোটা ভালো বোলার এটা সে জানে কিনা। সে একটি আঙুলের সাহায্য নিয়েই দারুণ কিছু বল করতে পারে।
'যা দেখতে পারাটা দারুণ। স্কিল এবং পেস মিলিয়ে তাঁর মতো বোলার পাওয়াটা যেকোনো নির্বাচক প্যানেলকেই ভাবিয়ে তুলবে। জোফরার মতো একজন বোলার থাকাটা ইংল্যান্ডের জন্য নিঃসন্দেহে দারুণ কিছু।'
উল্লেখ্য, বার্বাডোজে জন্ম নেওয়া আর্চার এখনো উইন্ডিজের হয়ে অভিষেক ম্যাচই খেলেননি। যদিও ক্যারিবিয়ানদের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচে খেলেছেন তিনি।
এবার তার সামনে সুযোগ এসেছে নিজের বাবার জন্মস্থানের (ইংল্যান্ড) হয়ে খেলার। গত বছর থেকেই তাঁর ওপরে নজর রেখেছে ইসিবি। আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলার প্রবল সম্ভাবনা আছে আর্চারের।