সিরিজে এগিয়ে গেল জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হারারেতে চার ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে আরব আমিরাতকে চার রানে হারিয়েছে জিম্বাবুয়ে। একইসাথে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে স্বাগতিকরা।
বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে টসে হেরে ৩৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে আরব আমিরাত। ৮ উইকেটে ১৬৯ রান করতে পেরেছে তাঁরা।
দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেছেন শায়মান আনোয়ার। ঘুলাম সাব্বার করেছেন ৫৬ রান। এছাড়া অধিনায়ক মোহাম্মদ নাবিদ করেছেন ১০ রান।

তাছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেননি দলের কোন ব্যাটসম্যান। জিম্বাবুয়ের হয়ে কাইল জার্ভিস চারটি উইকেট নিয়েছেন। তিনটি উইকেট নেন ডোনাল্ড তিরিপানো।
ব্যাটিংয়ের সময় আবারও বৃষ্টির মুখে পড়ে জিম্বাবুয়ে। বৃষ্টি আইনে দলটির সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৮২ রানের। ঠিক ৩২ ওভারে দলটি সংগ্রহ করে চার উইকেটে ১৮৫ রান।
দলের হয়ে ১০১ বলে অপরাজিত ৭৮ রানের দুরন্ত এক ইনিংস খেলেন ওপেনার রেগিস চাকাভা। এছাড়া অধিনায়ক পিটার মুরের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৫* রান।
সংক্ষিপ্ত স্কোরঃ-
আরব আমিরাতঃ- ১৬৯/৮ (৩৫ ওভার)
জিম্বাবুয়েঃ- ১৮৫/৪ (৩২ ওভার)