বিশ্বকাপে কোহলিতেই আস্থা হগের

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের ছয়টিতেই হেরেছে ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে ব্যাঙ্গালুরুর এমন পারফর্মেন্স আসন্ন বিশ্বকাপে কোহলির পারফর্মেন্সে ব্যাঘাত ঘটাবে না বলে মনে করেন সাবেক অজি স্পিনার ব্র্যাড হগ।
৪৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সম্প্রতি টুইটারে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে ভক্ত সমর্থকদের কিছু প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান,

'কোন কিছুই ভিরাট কোহলিকে বিশ্বকাপে মনোযোগ দেওয়া থেকে সরাতে পারবে না। সে এককভাবে বিশ্বকাপকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। সে দলের দলে সাফল্য চায়। কোহলির বিশ্বকাপ যাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশের কিছু নেই।'
একইসাথে ব্যাঙ্গালুরুর টানা হারের কারণও জানিয়েছেন হগ। দলটির মিডল অর্ডারে রানের অভাব এবং ডেথ বোলিং বাজে হওয়ার কারণেই এভাবে টানা হারছে মন্তব্য করেন হগ।
'তাঁরা কোহলি এবং ডি ভিলিয়ার্সের উপরে অনেক বেশি নির্ভরশীল। তাঁদের মিডল অর্ডার এখনও কিছুই করতে পারেনি। তেমন কোন রানই তাঁরা করতে পারেনি।
'এছাড়া তাঁদের ডেথ বোলিংও বেশ দুর্বল। তাঁরা তাঁদের সঠিক পরিকল্পনাগুলো কাজে লাগাতে ব্যর্থ। তাঁদের ম্যানেজমেন্টের উচিত বিষয়গুলো নিয়ে বসা এবং চিন্তা ভাবনা করা।'