বিশ্বকাপ দলে সৌরভের বাজি ব্যাঙ্গালুরুর তরুণ পেসার

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই নিজ দেশের স্কোয়াড ঘোষণা করে চলেছেন সাবেক তারকা ক্রিকেটাররা। এবার চমক রেখে নিজ পছন্দের ভারতের স্কোয়াড ঘোষণা করলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহম্মদ শামির পাশাপাশি সৌরভের স্কোয়াডে জায়গা মিলেছে চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে অভিষেক হওয়া নবদ্বীপ সাইনির।

তরুণ এই বোলারকে ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় দলে রাখতে চাইছেন সৌরভ। 'ইংল্যান্ডের কন্ডিশনে ভারতকে চার পেসার খেলাতে হতে পারে৷ সেক্ষেত্রে শামি, বুমরাহ আর ভুবনেশ্বরের পাশাপাশি জায়গা হওয়া উচিৎ সাইনির।'
তরুণ এই বোলারকে এক্স ফ্যাক্টর মনে করছেন সৌরভ। 'সাইনির গতি দারুণ৷ বল হাতে সে যেকোনো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে৷ দলের এক্স ফ্যাক্টর হওয়ার সবরকমের ক্ষমতা রাখে সে।'
এছাড়া ভারতীয় দলের নিয়মিত সদস্যদের মধ্যে সৌরভ বাদ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিককে। কার্তিকের তুলনায় রিশভ পান্তকে যোগ্য মনে করছেন তিনি।
বিশ্বকাপে সৌরভের পছন্দের ভারতীয় স্কোয়াডঃ ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, যুবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহম্মদ শামি ও নবদ্বীপ সাইনি।