পাকিস্তান আর্মিকে সরফরাজের ধন্যবাদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় বেশ উচ্ছ্বসিত পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। একারণে পাকিস্তানের আর্মিকে কৃতিত্ব দিচ্ছেন তিনি।
২০০৯ সালে শ্রীলংকা দলের বাসে জঙ্গি হামলা হওয়ার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায় পাকিস্তানে। এরপরে তুলনামূলক খর্বশক্তির দেশগুলো পাকিস্তান ভ্রমণ করলেও ২০১৭ সালের আগে বড় কোন দেশ পাকিস্তান ভ্রমণ করেনি।

এরপরে ২০১৭ সালের অক্টোবরে শ্রীলংকা দল ভ্রমণ করে পাকিস্তান। ২০১৮ সালের এপ্রিলের দিকে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলে উইন্ডিজ। এসব সিরিজে নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলো পাকিস্তানের আর্মি।
তাঁদের কৃতিত্ব দেওয়ার সময় সরফরাজ জানান, 'পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য পাকিস্তান আর্মিকে কৃতিত্ব দিতেই হবে।
'প্রায় এক দশক পরে পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফিরেছে এটা দারুণ কিছু। এখানকার মানুষ ক্রিকেটকে ভালবাসে, এজন্যই ফিরতে পেরেছে ক্রিকেট।'
উল্লেখ্য, পাকিস্তানে ক্রিকেট ফেরানোয় বড় ভূমিকা আছে দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির। পিএসএলের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনের তারকাদের পাকিস্তান মুখী করেছিলেন নাজাম।