গড়পড়তা ক্রিকেট খেলেই বিশ্বকাপ জিতেছে ভারত!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১১ সালের বিশ্বকাপে গড়পড়তা মানের ক্রিকেট খেলে ট্রফি জিতেছে ভারত, মনে করছেন সেই সময়ে ভারতের প্রধান কোচের দায়িত্বে থাকা গ্যারি কার্স্টেন।
সাবেক প্রোটিয়া ওপেনার প্রতিটি ম্যাচেই ভারতের গড়পড়তা মানের ক্রিকেট দেখেছেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি কিছুটা ভিন্ন মর্যাদা পেয়েছে তাঁর কাছে। সাম্প্রতিক সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান,

'আমরা পুরো আসরেই গড়পড়তা মানের ক্রিকেট খেলেছি। কোয়ার্টার ফাইনালে আমরা ভালো খেলেছিলাম, কেননা সেখানে চাপে ছিলাম আমরা। আমার মনে হচ্ছিল আমরা ভালো খেলছি না তেমন, তাও জিতে যাচ্ছি। কিন্তু কি হতো যদি আসলেই আমরা ভালো খেলতাম!'
পাশাপাশি ফাইনাল ম্যাচটিকেও ভিন্ন উচ্চতায় রাখছেন কার্স্টেন। ২০১১ বিশ্বকাপের ফাইনালে মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরিতে ২৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পায় শ্রীলংকা।
কিন্তু ৩১ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পরেও ম্যাচটিতে শেষ হাসি ছিল ভারতের। গৌতম গম্ভীরের করা ৯৭ রানের পর মহেন্দ্র সিং ধোনির করা অপরাজিত ৯১ রানে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ভারত। স্মৃতি রোমন্থন করে কার্স্টেন জানান,
'ফাইনাল ম্যাচটি উত্তেজনাপূর্ণ ছিল। আমরা ভালো বল করেছিলাম। ২৭৪ রান ফাইনালের জন্য চ্যালেঞ্জিং রান ছিল। কিন্তু আমাদের দলে বেশ কয়েকজন মানসম্পন্ন ক্রিকেটার ছিল। গৌতম গম্ভীর ৯৭ রান পেয়েছিলো। সে ব্যাটিং লাইনআপকে টেনে নিয়ে গিয়েছে।'