অস্ট্রেলিয়ার বিগ থ্রি'র দিকে তাকিয়ে পন্টিং

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স- বিশ্বকাপে এই তিন পেসারের দিকেই তাকিয়ে আছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। শারীরিক উচ্চতার কারণে যাদের 'বিগ থ্রি' বলে থাকে অস্ট্রেলিয়ার গণমাধ্যম।
এই তিন পেসারই সাম্প্রতিক ইনজুরি সারিয়ে রিহ্যাব প্রক্রিয়ার মাধ্যমে এগিয়েছেন। এছাড়া চলমান আইপিএলেও কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন না তাঁরা।

এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন বিশ্বকাপে অজিদের সহকারী কোচের দায়িত্ব পাওয়া পন্টিং। শুধু বিশ্বকাপ নয়, সামনের অ্যাশেজেও তাঁদের দিকে তাকিয়ে পন্টিং। এক সাক্ষাৎকারে জানান,
'স্টার্ক, হ্যাজেলউড এবং কামিন্স তিনজনই এখন ভালোর দিকে আছে। আমি জানি শেষ গ্রীষ্মে তাঁরা ইনজুরির সম্মুখীন হয়েছিল। আর এখন তাঁরা কিছুটা সতেজ হয়েই বিশ্বকাপে খেলতে পারবে। তাঁরা আইপিএলেও খেলছে না।
'তাই তাঁদের নিজেদের সেভাবে মানিয়ে নিয়ে খেলতে হবে। বিশ্বকাপ এবং অ্যাশেজের প্রতিটি ম্যাচেই তাঁরা যেন খেলতে পারে সেভাবে আগাতে হবে। আমি জানি তাঁরা সেটাই করবে। বিষয়টি তাঁদের উপর যে তাঁরা কিভাবে নিজেদের ফিট রাখতে পারে এবং শক্তিশালী রাখতে পারে।'
উল্লেখ্য, বিশ্বকাপের আগে ভারত পাকিস্তানের বিপক্ষে টানা আট ওয়ানডে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে অজিরা। নিষেধাজ্ঞা কাটিয়ে এরই মাঝে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারও। বিশ্বকাপের অন্যতম দাবীদার অজিরাও, বলতে আপত্তি থাকছে না ক্রিকেট প্রেমিদের।