'বিশ্বকাপ জেতার মন্ত্র জানে অস্ট্রেলিয়া'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিশ্বকাপের অন্যতম দাবীদার অস্ট্রেলিয়া। দলটির সাবেক পেসার জেসন গিলেস্পি মনে করেন কিভাবে বিশ্বকাপ জিততে হয় সেটা ভালো করেই জানে অস্ট্রেলিয়া দল।
বিশ্বকাপের পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই বিশ্ব আসরে ফেভারিট না থেকেও কাপ জেতার রেকর্ড আছে তাদের। তাই, অন্য দলগুলো এই বিষয়টি মাথায় রাখবে বলেই মনে করেন গিলেস্পি।

'বিশ্বকাপের প্রতিটি দলই জানে যে, অস্ট্রেলিয়া জানে কিভাবে বিশ্বকাপ জিততে হয়। এটা এমন কিছু যা প্রত্যেকটি দেশের মনে থাকবে। যখন তাদের ফেভারিট হিসেবে দেখা হয়না, তখনও জানে কিভাবে বিশ্বকাপ জিততে হয়। এটাই অস্ট্রেলিয়া।'
টানা ৮ ম্যাচে জয়ের রেকর্ড নিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে অস্ট্রেলিয়া।
আসন্ন এই বিশ্ব আসরে অস্ট্রেলিয়াকে কালো ঘোড়া আখ্যা দিয়েছেন গিলেস্পি। অস্ট্রেলিয়া দল বিশ্বকাপে ভালো করবে বলেই আশাবাদী তিনি। তাছাড়া, সাম্প্রতিক সময়ে দলটির পারফর্মেন্সের প্রশংসা করেছেন তিনি।
'আমি মনে করি অস্ট্রেলিয়া হলো কালো ঘোড়া এবং এটা লিখে দিতে হবে না, এটা নিশ্চিত। আমি অবশ্যই দেখতে চাই অস্ট্রেলিয়া ভালো করছে। সাম্প্রতিক সময়ে তারা অনেক ধারাবাহিক এবং ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে তারা কিছু আসল প্রতিশ্রুতি দেখিয়েছে। তারা সত্যিই ভালো ক্রিকেট খেলেছে।'