নতুন কোচ পেল পাকিস্তান নারী ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টকে সামনে রেখে সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার ইকবাল ইমামকে নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার গণমাধ্যমকে ইমামের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। পাকিস্তান নারী ক্রিকেট দলের ব্যাটসম্যানদের কৌশলগত দিক থেকে আরও পারদর্শী করার লক্ষ্যে ইমামকে দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খানের মতে ইকবাল ইমামের নিয়োগ দলের পারফর্মেন্সে যথেষ্ট প্রভাব ফেলবে। তিনি বলেছেন, 'ইকবাল একজন কর্মঠ এবং প্রতিজ্ঞাবদ্ধ ব্যাটিং কোচ যিনি পিসিবি নারী ক্রিকেট দলের জন্য উপযুক্ত। দলে তাঁর যোগদান দলের মান এবং পারফর্মেন্স যথেষ্ট বাড়িয়ে তুলবে।'
২০০৭ সাল থেকেই পিসিবির কোচিং স্টাফের সদস্য হিসেবে আছেন ইমাম। বর্তমানে করাচির রিজিওনাল হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে পাকিস্তান এ দল, অনূর্ধ্ব ১৯ দল এবং নারী অনূর্ধ্ব ১৭ দলের সহকারী কোচ ছিলেন সাবেক এই ক্রিকেটার।
উল্লেখ্য সাবেক এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান ১৫ বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন। যেখানে মোট ১৪৭টি ম্যাচে ৬২৪৯ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ৩২টি হাফসেঞ্চুরি। ২০০৫ সালে ৩০ ঊর্ধ্ব গড় নিয়ে ক্যারিয়ারের ইতি টেনেছিলেন তিনি।