রাসেলকে থামাতে পারবে রাজস্থান?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২১তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ রাতে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এবারের আসরে ৪টি ম্যাচ খেলে এরই মধ্যে তিনটিতে জয় তুলে নিয়েছে কলকাতা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় তুলে নিয়েছে রাজস্থান।
আইপিএলের এবারের আসরে কলকাতার দুর্দান্ত ফর্মের পেছনে রয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তিনি। ৪ ম্যাচে ২০৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

তাঁর দানবীয় ব্যাটিংয়ের সুবাদেই শুক্রবার বেঙ্গালুরুর দেয়া ২০৫ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় কলকাতা। রাসেলের ব্যাট থেকে আসে মাত্র ১৩ বলে ৪৮ রানের ইনিংস।
ফলে, এই ম্যাচে জিততে হলে আন্দ্রে রাসেলকে দ্রুতই সাজঘরে ফেরাতে হবে রাজস্থানের। আসরের শুরুতে টানা তিন ম্যাচ হেরেছে রাজস্থান। নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে তারা।
কলকাতার বিপক্ষেও জয়ের ধারা বজায় রাখতে চাইবে আজিঙ্কা রাহানের দল। ব্যাট হাতে দলের হয়ে দারুণ ফর্মে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।
৪ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৩৯ রান। ইতিমধ্যে দুইটি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। কলকাতার বিপক্ষেও তাঁর দিকে তাকিয়ে থাকবে রাজস্থান রয়্যালস।
রাজস্থান রয়্যালস (একাদশ): অজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠি, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, কৃষ্ণাপ্পা গৌতম, জোফরা আর্চার, শ্রেয়াশ গোপাল, ধাওয়াল কুলকার্নি, বরুণ অ্যারন / স্টুয়ার্ট বিনি।
কলকাতা নাইট রাইডার্স (একাদশ): ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (উইকেটকিপার / অধিনায়ক), শুবমন গিল, আন্দ্রে রাসেল, পিয়ুষ চাউলা, কুলদিপ যাদব, লকি ফার্গুসন, প্রশীধ কৃষ্ণ।