সরফরাজের বিশ্বকাপ পরিকল্পনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘনিয়ে আসছে বিশ্বকাপ। দলগুলোর পরিকল্পনা ইতিমধ্যেই শেষ। পরিকল্পনা শেষ হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানেরও। এবার সেই পরিকল্পনার কথাই মিডিয়ার সামনে জানিয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।
১৯৯২ সালের চ্যাম্পিয়নরা নতুন বলে উইকেট নিয়েই ঘায়েল করতে চায় প্রতিপক্ষকে। একারণে ইংল্যান্ডের মাটিতে খেলা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা কাজে লাগাবে পাকিস্তান, জানিয়েছেন সরফরাজ।

'আমাদের নতুন বলে উইকেট পেতে হবে। আমরা যদি প্রতিপক্ষের ইনিংসের শুরুতেই ভালো না খেলি তাহলে অনেক রান করলেও ম্যাচ জেতা কঠিন হবে। নিরাপদ লক্ষ্য পেতে তখন কষ্ট হবে।
'আমাদের অবশ্য নতুন বলে ভালো খেলার অতীত ইতিহাস আছে। আপনি টি-টুয়েন্টি ক্রিকেট অথবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখে থাকতে পারেন। শুরুতেই প্রতিপক্ষের উইকেট না নিয়ে তাঁদের চাপে ফেলাটা কঠিন হবে।'
এদিকে ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে যদি স্পিনার খেলাতে হয় তাহলে পরিকল্পনা কেমন হবে সেটা নিয়েও কথা বলেছেন সরফরাজ। দলের স্পিন অলরাউন্ডারদের দ্বারস্থ হতে চান তিনি।
'যদি দুই স্পিনার প্রয়োজন হয় ইংল্যান্ডে, তাহলে আমাদের শাদাব খান আছে। ইমাদ ওয়াসিমও থাকবে। এছাড়া শোয়েব মালিকও আছে বল করার মতো। হাফিজ ফিট থাকলে বল করতে পারে, এমনকি ফখর জামানকেও কাজে লাগানো যায়।'