আমিরের মনঃসংযোগে সমস্যা দেখছেন সরফরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে দলে নিয়মিত জায়গা পাচ্ছে না পাক পেসার মোহাম্মদ আমির। বিশ্বকাপে পাকিস্তানের পরিকল্পনায় আমির থাকছেন কিনা এটা নিয়েও উঠছে প্রশ্ন। এবার বিষয়টি নিয়ে খোলাসা করলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।
ওয়ানডে ক্রিকেটে আমিরের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত বলে মনে করছেন সরফরাজ। ভালো বোলিং করেও আমিরের উইকেট না নেওয়ার বিষয়টি ভাবাচ্ছে সরফরাজকে।

'আমার মনে হয় তাঁর আরও বেশি চেষ্টা করা উচিত। সে বোলিং ভালো করছে ওয়ানডেতে। তবে সমস্যা হচ্ছে সে উইকেট পাচ্ছে না, ভালো বোলিংয়ের ফলাফল আনতে পারছে না।'
ওয়ানডের চাইতে টি-টুয়েন্টি ক্রিকেটে আমিরকে এগিয়ে রাখছেন সরফরাজ। টি-টুয়েন্টিতে চার ওভার করার সময় আমির নিজের সেরাটা দিতে পারেন বলে মনে করছেন তিনি।
'তাঁর ওয়ানডে ক্রিকেটে জোর দেওয়া উচিত। দশ ওভার করতে এখানে তিন স্পেল লাগে, তবে টি-টুয়েন্টিতে সে আরও বেশি পারদর্শী বলে মনে হয়। আমার ধারণা ভুলও হতে পারে।
'কিন্তু আমার মনে হয় মোহাম্মদ আমিরের উচিত ক্রিকেটে আরও বাড়তি সময় দেওয়া। সে দুর্দান্ত বোলার। টি-টুয়েন্টিতে সে আসলেই দারুণ বল করে। সে সেখানে চার ওভার খুব সুন্দর করেই করে।'