বিশ্বকাপের আগে কোটা পদ্ধতি থেকে বেরিয়ে দ. আফ্রিকা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড নির্বাচনে বরাবরই নির্দিষ্ট সংখ্যক কৃষ্ণাঙ্গ ও নির্দিষ্ট সংখ্যক শ্বেতাঙ্গ (ফর্সা) ক্রিকেটার জায়গা পেয়ে থাকেন। কিন্তু আসন্ন বিশ্বকাপ উপলক্ষে এমন কিছুই থাকছে না।
বরঞ্চ ক্রিকেটাররা স্কোয়াডে জায়গা পাবেন নিজস্ব মেধা এবং অভিজ্ঞতার বিচারে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ সম্পর্কিত সংস্থা জানিয়েছে এমনটাই। এক বিবৃতিতে তাঁরা বলেছে,

'আসন্ন বিশ্বকাপের দল নির্বাচনে কোন কোটা পদ্ধতি থাকছে না, দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী থাবাং মরো আমাদের এমনটা নিশ্চিত করেছেন।'
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ সম্পর্কিত সংস্থার জরিপে দেখা দিয়েছে ৮২ শতাংশ কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকান চান জাতীয় দলের ক্রিকেটার বাছাইয়ে মেধার গুরুত্বই যেন দেওয়া হয়।
এমনকি একাদশ নির্বাচনেও গুরুত্ব দেওয়া হবেনা দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথাটি। দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী থাবাং মরো এই প্রসঙ্গে মিডিয়ার সামনে জানান,
'আমাদের কোটা ভিত্তিক কোন লক্ষ্য নেই। গিবসন এবং জন্ডি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন এবং ১৫ জনের দল গঠন করতে পারেন। আমরা সেরা ১৫ ক্রিকেটারকে নিয়েই বিশ্বকাপে যাবো।
'যেন আমরা বিশ্বকাপ জিততে পারি। একই নিয়ম একাদশের ক্ষেত্রেও। সেরা ১১ জনই মাঠে নামবে। দল নির্বাচনে কোটা পদ্ধতি থাকবে এমনটা আমি চাইনা।'