উইন্ডিজ দলে ধারাবাহিকতার ঘাটতি দেখছেন লারা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
২২ বছর বয়সী শিমরণ হেটমায়ার থেকে ৩৯ বছর বয়সী গেইল- তারুণ্য আর অভিজ্ঞতায় সমৃদ্ধ উইন্ডিজ দল। দলে আছেন একঝাক ম্যাচ জেতানোর মতো পারফর্মার। কিন্তু তবুও সন্তুষ্ট নন দলের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা।
বিশ্বকাপ জেতার জন্য প্রয়োজন ধারাবাহিকতা, আর এরই বড় অভাব উইন্ডিজ দলে মনে করছেন ক্রিকেটের বরপুত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে লারা জানান,

'উইন্ডিজের বেশ কয়েকজন ম্যাচ জয়ী পারফর্মার আছে। কিন্তু ইংলিশ কন্ডিশনে এমনটা যথেষ্ট না। এমনকি বিশ্বকাপ জিততেও তা যথেষ্ট না। আমাদের একটি দল দরকার যে দল ধারাবাহিক পারফর্ম করবে।'
তবে এই দলটি যদি কোনোভাবে গ্রুপ পর্ব পার করতে পারে, তবে শিরোপার পথেই এগিয়ে যাবে দলটি- মনে করছেন লারা। দলের সিনিয়র ক্রিকেটাররা বিশ্বকাপে খেলবেন, এমনটাই প্রত্যাশা তাঁর।
'তাঁরা যদি একবার নকআউটে যেতে পারে তাহলে তাঁরা যেকোনো দলকে হারাবে। আমরা এমনটা আগেও দেখেছি। গেইল, নারিন, রাসেলরা এখন আইপিএলে খেলছে। তাঁদের কে কে বিশ্বকাপে খেলবে এই ব্যাপারে আমি অবশ্য নিশ্চিত না।'
তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলেছে উইন্ডিজ। গত অক্টোবরে ভারতের মাটিতে বাজে পারফর্মেন্সের পর ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় এবং ২-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ ড্র'য়ে দারুণ খুশি লারা।
'আমরা উন্নতি করতে পেরেছি এটা ভাবতে আমার ভালো লাগছে। শেষ অক্টোবরে যখন ভারতে খেলেছি তখন আমাদের অবস্থা খারাপ ছিল।'