৪০ বছরের ক্ষুধা ঘুচাতে চান হোল্ডার

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
৪০ বছর আগে শেষবারের মতো বিশ্বকাপ পেয়েছিলো উইন্ডিজ। ইংল্যান্ডের মাটিতেই শেষবার বিশ্বসেরা হয়েছিল তাঁরা। এবার ইংল্যান্ডের মাটিতেই এমন রোমাঞ্চকর মুহূর্ত ফিরিয়ে আনতে চান দলের অধিনায়ক জেসন হোল্ডার।
এখন পর্যন্ত ১৯৭৫ ও ১৯৭৯ সালে মোট দুইবার বিশ্বকাপ জিতেছে উইন্ডিজ। আর দুইবারই দলের অধিনায়ক ছিলেন কিংবদন্তী ক্রিকেটার ক্লাইভ লয়েড।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হোল্ডার জানিয়েছেন, 'ইংল্যান্ডে আমরা শেষবার বিশ্বকাপ জিতেছিলাম। কে জানে, হয়তো এবারও সেখানে আমরা বিশ্বকাপ জিতব।
'নিজেদের দিনে আমরা যে কাউকে হারিয়ে দিতে পারি। আমরা যদি আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারি, তাহলে শেষপর্যন্ত আমরাই ট্রফি জিতব।'
বিশ্বকাপ জিততে লয়েডের দুয়ারেও ঘুরে এসেছেন হোল্ডার। দল নিয়েও আত্মবিশ্বাসী এই ক্যারিবিয়ান। উইন্ডিজ দলে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন অনেক ক্রিকেটার, এটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে হোল্ডারের।
'ক্লাইভ লয়েড দুইবার বিশ্বকাপ জিতেছে। আমাদেরও বিশ্বকাপ জেতার চেষ্টা করা উচিত। তিনি আমাকে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাপারে অনেক দীক্ষা দিয়েছেন।
'আমি এবার বেশ আত্মবিশ্বাসী। আমার মনে হয় এবার আমাদের দলটি বিশ্বকাপ নেওয়ার মতোই। এখন দেখতে হবে আমরা কেমন খেলি। আমাদের দলে ম্যাচ জেতানোর মতো বেশ কয়েকজন ক্রিকেটার আছেন।'