বিশ্বকাপে উপমহাদেশের দলগুলোর সম্ভাবনা দেখছেন পিটারসেন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের মাটিতে আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডকেই ফেভারিট মানছেন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে উপমহাদেশের দলগুলোর দারুণ সম্ভাবনা আছে বিশ্বকাপে, মনে করছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন।
তবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ বা আফগানিস্তানের ভালো খেলতে হলে উইকেটটিকে শুস্ক থাকতে হবে বলে মনে করছেন তিনি।

কিন্তু কোন কারণে যদি সবুজ উইকেট থাকে তাহলে স্বাগতিক ইংল্যান্ডই এগিয়ে থাকবে বিশ্বকাপের মঞ্চে মনে করছেন পিটারসেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান,
'২০০০ সালের দিকে ভারতের বিপক্ষে আমরা একটি টেস্ট খেলেছিলাম। শুরুতে সবুজ উইকেট থাকলেও দুইদিন পর উইকেট পুরোপুরি শুকিয়ে যায়।
'শেষবারের গ্রীষ্মের মতো যদি অবস্থা থাকে তাহলে আমি বলব উপমহাদেশের দলগুলো বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু যদি সবুজ বা পেস সহায়ক উইকেট থাকে তাহলে ইংল্যান্ড দুর্দান্ত খেলবে।'
এছাড়া উইকেট যদি সবুজ এবং বাউন্সি হয় তাহলে ইংল্যান্ডের পাশাপাশি উইন্ডিজেরও সম্ভাবনা দেখছেন সাবেক এই ইংলিশ তারকা।