ফিঞ্চের যোগ্য উত্তরসূরি অ্যালেক্স ক্যারি?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচ এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের বিশ্বাস অ্যারন ফিঞ্চের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়ার মতো যথেষ্ট সক্ষমতা রয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির।
এর আগে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা না থাকলেও ফিঞ্চের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন বলে মনে করছেন পন্টিং। বিশ্বকাপে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান দলকে নেতৃত্ব দিতে যথেষ্ট প্রস্তুত জানিয়ে সাবেক অজি অধিনায়ক বলেছেন,

'যদি বিশ্বকাপের আগে কিংবা বিশ্বকাপের সময় ফিঞ্চের কিছু হয় (ইনজুরি), তাহলে আমার মতে ক্যারি দলকে নেতৃত্ব দেয়ার জন্য যথেষ্ট প্রস্তুত, যদিও সে অপেক্ষাকৃত কম অভিজ্ঞতাসম্পন্ন এবং এর আগে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়নি।'
সম্প্রতি বিশ্বকাপে ব্যাক আপ উইকেটরক্ষক হিসেবে টিম পেইন এবং ম্যাথিউ ওয়েডকে বাছাই করেছেন অস্ট্রেলিয়া দলের নির্বাচক ট্রেভর হন্স। তবে পন্টিংয়ের মতে এক্ষেত্রে ক্যারি হতে পারেন আদর্শ পছন্দ।
টপ অর্ডার কিংবা ইনিংসের শেষের দিকে খেলতে নেমে যথেষ্ট মারকুটে ব্যাটিং করতে সক্ষম ২৭ বছর বয়সী ক্যারি। একই সাথে ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেলেও বল মেরে খেলতে পারেন তিনি বিধায় পন্টিংয়ের পছন্দের তালিকায় এক নম্বরেই আছেন তিনি। অজিদের সহকারী কোচ বলেছেন,
'সে (ক্যারি) টপ অর্ডার অথবা ইনিংসের শেষের দিকে যথেষ্ট বিপদজনক একজন ব্যাটসম্যান কারণ সে ৩৬০ ডিগ্রীতে রান করতে সক্ষম। সে চাতুর্যের সাথে বল মেরে খেলতে পারে এবং আমার মতে সে একজন আদর্শ খেলোয়াড় যাকে আপনি আপনার দলে চাইবেন। আমি মনে করি তাঁর নেতৃত্ব দেয়ার মতো যথেষ্ট ভালো গুণও রয়েছে।'