ব্রিস্টলের ঘটনা কঠিন শিক্ষা দিয়েছে হেইলসকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৭ সালে ব্রিস্টলে নাইট ক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে জরিমানা ও নিষেধাজ্ঞায় পড়েছিলেন দুই ইংলিশ তারকা বেন স্টোকস ও অ্যালেক্স হেইলস। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেইলস জানিয়েছেন এই ঘটনা থেকে তিনি কঠিন শিক্ষা পেয়েছেন।
ব্রিস্টলের ঘটনা এই মারকুটে ওপেনারের চোখ খুলে দিয়েছে। তিনি উপলব্ধি করছেন, সিরিজের মাঝপথে রাত আড়াইটায় কোনো ভাবেই বের হওয়া উচিত না।

'এটা আমাদের চোখ খুলে দিয়েছে, যে ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে আমরা কতটা জনগনের চোখে আছি। আপনাকে অবশ্যই পরিণত হতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে নিয়ে যেতে হবে। সিরিজের মাঝ পথে রাত ২:৩০ এ বের হওয়া যাবে না। এটা কঠিন ভাবে পাওয়া শিক্ষা।'
হেইলস জানিয়েছেন এখন থেকে তিনি মধ্যস্থ সিদ্ধান্ত নিতে চান না। কারণ, তাঁর বয়স এখন ৩০। ক্যারিয়ারের বাকি সময়টা তিনি নিজেকে এই কালিমা থেকে মুক্ত করতে চান।
'মাঝে মাঝে আমরা মধ্যস্থ সিদ্ধান্ত নেই। আমিও নেই কিন্তু আমি আর এটা চাই না। আমার বর্তমান বয়স ৩০, ২০ নয় এবং এখন আমি যা চাই তাই করতে পারি আমার বাকি ক্যারিয়ারে, এটা বদলানোর জন্য।'
হেইলস মনে করেন কোনো দৃশ্যপট তৈরি হতে ১০ সেকেন্ড লাগলেও এটা মুছে ফেলতে ১০ বছর লাগে, 'কোনো দৃশ্যপট তৈরি হতে ১০ সেকেন্ড লাগে, কিন্তু সেটা মুছতে ১০ বছর লাগে।'