promotional_ad

'কোহলি' হওয়ার সামর্থ্য রাখে ম্যাক্সওয়েলঃ ল্যাঙ্গার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।


মূলত এই অজি অলরাউন্ডারের টি-টুয়েন্টি খেলার সামর্থ্য দেখে এমনটা মন্তব্য করেছেন তিনি। কিছুদিন আগেই ভারতের বিপক্ষে দুর্দান্ত এক শতকে দল জিতিয়েছিলেন ম্যাক্সওয়েল। ল্যাঙ্গারের মনে ধরেছে তা।  



promotional_ad

'আমি তাঁকে মূল চ্যালেঞ্জের জায়গা ধরিয়ে দিয়েছি। আমরা এখন ভিরাট কোহলিকে দেখছি। ওয়ানডেতে তাঁর গড় ৬০। এই মুহূর্তে ৯৯ ম্যাচে ম্যাক্সির গড় ৩২-৩৩। সেও হতে পারে ভিরাট কোহলি।


'তাঁর ঐ প্রতিভা অবশ্যই আছে। সে যেভাবে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করেছে, সেটা দারুণ। আমরা জানি, বিশেষ করে টি-টুয়েন্টিতে সে দুর্দান্ত ক্রিকেটার।'
 
আগামীতে ওয়ানডে ফরম্যাটের একজন সেরা ক্রিকেটার হওয়াটাও ম্যাক্সওয়েলের চ্যালেঞ্জ বলে মনে করছেন ল্যাঙ্গার। এছাড়া ভালো টেস্ট ক্রিকেটার হওয়ারও সামর্থ্য আছে ম্যাক্সওয়েলের। ল্যাঙ্গারের ভাষায়, 


'তাঁর পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে ওয়ানডেতে সেরা ক্রিকেটার হওয়া। এছাড়া সে টেস্ট ক্রিকেটেও ভালো করতে পারে। তাঁর ভালো জায়গায় পৌঁছানোর সুযোগ আছে। 



'সে যেভাবে অনুশীলন করে এবং যেভাবে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, সেটা দারুণ। তাঁর মতো ক্রিকেটার দলে থাকাটা অবশ্যই দুর্দান্ত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball