বিশ্বকাপের সূচিতে দুশ্চিন্তায় কামিন্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপে সূচিতে চাপে থাকবে প্রতিটি দল। আর এটা নিয়েই বাড়তি দুশ্চিন্তায় আছেন অজি পেসার প্যাট কামিন্স। বিশ্বকাপের সূচি অনুযায়ী এক সপ্তাহের ব্যবধানে দুটি করে ওয়ানডে খেলবে প্রতিটি দল।
এভাবে পাঁচ সপ্তাহের মধ্যে খেলতে হবে নয়টি ওয়ানডে। এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় অজি পেসার জানান,

'বিশ্বকাপে আসলেই অনেক ব্যস্ত সময় কাটবে। তবে সেখানে মাত্র দুটি করে ম্যাচ থাকবে সপ্তাহে। আশা করি আমরা সবকিছু মানিয়ে নিতে পারব।
'আমি আসলে জানি না যে কিভাবে বিশ্বকাপ সূচির সাথে তাল মিলিয়ে চলব। আমি মনে করি এই বিশ্বকাপে আপনার পুরো স্কোয়াডের ১৫ জন সদস্যকেই প্রয়োজন হবে এবং তাঁদের জ্বলে উঠতে হবে কারণ ৫ সপ্তাহের মধ্যে আমাদের ৯টি ওয়ানডে খেলতে হবে। এটি আসলে অনেক বড় চাপ।'
একারণে প্রস্তুতির উপরে অনেক বেশি নির্ভর করছেন কামিন্স। মানসিক এবং শারীরিক প্রস্তুতিই পারে বিশ্বকাপের চাপ কমাতে মনে করছেন তিনি। ইংল্যান্ডের উইকেটে বল সুইং করানো নিয়েও আলাদা পরিকল্পনা তাঁর।
'আপনি অবশ্যই সব ম্যাচে খেলতে চাইবেন। আমিও এর ব্যতিক্রম নই। এটি বেশ লম্বা একটি সফর, সুতরাং এটি সম্পূর্ণ খেলাগুলোর সঙ্গে মানিয়ে নেওয়া এবং আপনার প্রস্তুতির ওপর নির্ভর করছে।
'খেলার জন্য নিজেকে প্রতিটি সুযোগ গ্রহণ করতে হবে। সুইং একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই। এখানে অনেক টেস্টে বল সুইং করে না, তাই সুইংয়ে উন্নতি করার জন্য আমাকে ভালো প্রস্তুতি নিতে হবে।'