উইন্ডিজের দিকে নজর রাখুনঃ ডোনাল্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপে উইন্ডিজের দিকে বাড়তি নজর রাখতে বললেন সাবেক প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ড। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে গড়া উইন্ডিজের সাম্প্রতিক পারফর্মেন্স মনে ধরেছে ডোনাল্ডের।
কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে উইন্ডিজ। এরপরে ওয়ানডে সিরিজও ২-২ ব্যবধানে ড্র করেছে। বিশ্বকাপে উইন্ডিজ থেকে এমন পারফর্মেন্সই আশা করে সবাই মনে করছেন ডোনাল্ড।

'এই উইন্ডিজের দিকে নজর রাখুন। আমি বলব, এই উইন্ডিজের দিকে নজর রাখা জরুরী। দলটিতে বিশেষ কিছু আছে। উইন্ডিজ সাম্প্রতিক সময়ে যেভাবে লড়াই করছে সাড়া বিশ্ব তাঁদের সেভাবেই দেখতে চায়।
'তাঁরা অবশ্যই ভয়ঙ্কর। আমি বলব তাঁদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে যাচ্ছে তাঁরা।'; ক্রিকইনফোকে বলেছেন ডোনাল্ড।
তবে বিশ্বকাপে নিজের দেশকে অনেক বেশি স্বপ্ন দেখছেন না সাবেক এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপে প্রোটিয়াদের শুভকামনা জানিয়ে তিনি বলেছেন,
'আমি আশা করব এই দক্ষিণ আফ্রিকা দলটি সঠিক পথেই এগিয়ে যাবে। দেশের জন্য ভালো কিছুই দরকার। তাই আমি আশা করব ওরা দেশের জন্য ভালো কিছুই করবে।'