বিশ্বকাপে তিন স্পিনারে নজর থাকবে ওয়ার্নের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমান ক্রিকেটবিশ্বে ওয়ানডে এবং টি-টুয়েন্টি ফরম্যাটে তিনজন স্পিনারকে মনে ধরেছে অস্ট্রেলিয়ান কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্নের। আসন্ন বিশ্বকাপেও এই তিনজনের পারফর্মেন্সে নজর রাখতে চান তিনি।
এরা হলেন আফগানের রশিদ খান, ভারতের কুলদিপ যাদব এবং পাকিস্তানের ইয়াসির শাহ। এই তিনজনকে নিয়ে ওয়ার্ন জানান,

'এই মুহূর্তে আমার তিনজন স্পিনারের খেলা ভালো লাগে। আমি মনে করি ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে এখন যারা প্রভাব বিস্তার করছে তাঁরা হল রশিদ খান, ইয়াসির শাহ এবং কুলদিপ যাদব। এই মুহূর্তে এই তিনজনই সেরা।
'সত্যি বলতে আমি এই তিনজনের খেলা অনেক উপভোগ করি। তাঁদের বোলিংয়ের ধরণ আলাদা। কিন্তু তাঁরাই মূল কাজটি করে। তাঁরা আক্রমণাত্মক বোলার। বিশ্বকাপে এরা কেমন খেলে আমি সেটা দেখার জন্য মুখিয়ে আছি।'
সীমিত ওভারের ক্রিকেটে রিষ্ট স্পিনার দলে থাকার গুরুত্বও বুঝিয়েছেন ওয়ার্ন। দলের বোলিং আক্রমণের মূল চালিকাশক্তি রিষ্ট স্পিনাররাই, বিশ্বাস ওয়ার্নের।
'আপনার দলে যদি ভালো রিষ্ট স্পিনার থাকে তাহলে সে সবসময় উইকেট নিবে। হয়তো তাঁরা অন্য সবার থেকে কিছু রান বেশি দিবে, কিন্তু তাঁরা সবসময় উইকেট নিবে।
'ওয়ানডে বা টি-টুয়েন্টিতে উইকেট নেওয়াটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাঝের ওভারগুলোতে। সাধারণত স্পিনাররাই এসময় উইকেট গুলো নেয়।'