promotional_ad

শেষ দুই ওয়ানডে খেলছেন না হাসিম আমলা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডে খেলা হচ্ছে না প্রোটিয়া তারকা হাসিম আমলার। পারিবারিক কারণে তিনি শেষ দুই ম্যাচ খেলবেন না বলে নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।


আমলার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন রিজা হেন্ডরিক্স। বুধবার পোর্ট এলিজাবেথে মাঠে গড়াবে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন হেন্ডরিক্স।


এর আগে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ফেরানো হয়েছিল অভিজ্ঞ হাশিম আমলা, ওপেনার এইডেন মারক্রাম এবং প্রায় সাড়ে চার মাস ধরে দলের বাইরে থাকা জেপি ডুমিনিকে। তবে, শেষ দুই ম্যাচ খেলতে না চাওয়ায় আমলার বদলে জায়গা দেয়া হয়েছে হেন্ডরিক্সকে।



promotional_ad

শেষ দুই ওয়ানডে ম্যাচে হাসিম আমলার না খেলার সংবাদটি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসজি। তিনি জানিয়েছেন হাসিম আমলার বাবা গুরুতর অসুস্থ। এই কারণেই তিনি শেষ দুই ওয়ানডেতে খেলতে পারছেন না।


'তাঁর বাবা গুরুতর অসুস্থ। তাই সে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ওয়ানডে খেলতে পারছে না। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারের পাশে আছি এবং আমরা জানি যে পরিবারের দায়বদ্ধতা সবার আগে আসে।'


গতকাল সন্ধ্যায় রিজা হেন্ডরিক্স দলের সঙ্গে যোগ দিয়েছেন বলেও নিশ্চিত করেছেন তিনি। তিনি জানিয়েছেন শ্রীলঙ্কা সিরিজে হেন্ডরিক্স ও আমলা নির্বাচকদের পরিকল্পনার মধ্যেই ছিলেন।


শেষ দুই ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ



ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রিজা হেন্ডরিক্স, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ইমরান তাহির, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্ৎজে, আন্দিল ফেলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদাম তাবরাইজ শামসি, ডেল স্টেইন এবং রাসি ফন ডার ডুসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball