ধোনি-রোহিতের মধুর প্রতিযোগিতা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাম্প্রতিক সময়ে ধীরগতির ব্যাটিংয়ে সমালোচিত হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড কিন্তু ধোনিরই। তাঁর ঠিক পেছনের রোহিত শর্মা।
৩৩৯ ম্যাচে এখন পর্যন্ত ধোনি হাঁকিয়েছেন ২১৬ টি ছক্কা। ২০২ ম্যাচে ২১৫ ছক্কা নিয়ে তাঁর ঠিক পরের স্থানেই আছেন রোহিত। খেলতে নামলেই দুজনের মধ্যে চলে অন্যরকম প্রতিযোগিতা!

কিছুদিন আগেই তাঁকে অতিক্রম করে এই তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন রোহিত। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭২ বলে ৫৯ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলার পথে একমাত্র ছক্কা হাঁকিয়ে আবারও রোহিতকে পেছনে ফেললেন ধোনি।
হয়তো সামনের ম্যাচে আবারও ধোনিকে ছাড়িয়ে যাবেন রোহিত, তবে ধোনির অবসর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে, এমনটাই অনুমেয়।
৪৬৩ ম্যাচে ১৯৫ ছক্কা নিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড কিংবদন্তী শচিন টেন্ডুলকারের। ৩১১ ম্যাচে ১৮৯ ছক্কা নিয়ে তালিকার চার নম্বরে সৌরভ গাঙ্গুলি।
এরপরে ৩০৪ ম্যাচে ১৫৩ ছক্কা নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন যুবরাজ সিং। আন্তর্জাতিক ওয়ানডেতে ৩৯৮ ম্যাচে ৩৫১ ছক্কা নিয়ে তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি।