অলিভিয়েরকে হারিয়ে হতাশ ডু প্লেসিস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে কোলপাকে চলে যাওয়া সর্বশেষ প্রোটিয়া ক্রিকেটার ডুয়ান অলিভিয়ের। দলের বোলারকে হারিয়ে যারপরনাই হতাশ প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
দক্ষিণ আফ্রিকার ৪৩তম ক্রিকেটার হিসেবে কোলপাকে যাচ্ছেন অলিভিয়ের। ইতিপূর্বে রাইলি রুশো, কাইল অ্যাবোট ও ওয়েন পার্নেলের মতো ক্রিকেটারদের জাতীয় দল থেকে হারাতে দেখেছেন ডু প্লেসিস। স্মৃতিচারণ করে বলেন,

'এই ঘটনায় আমি প্রচণ্ড হতাশ হচ্ছি। এটা আমাকে দুই-তিন বছর আগের কথা মনে করিয়ে দিচ্ছে যখন কাইল অ্যাবট চলে গিয়েছিল।
'আমি ক্রিকেটারদের কথা ভাবি, যখন তাঁরা জাতীয় দলে জায়গা পায় তখন আপনি চাইবেন তাঁদের নিয়েই দল চালাতে এবং তাঁদের সেরাটা বের করে আনতে। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তাঁদের সেরাটা বের করে আনা গুরুত্বপূর্ণ।'
অলিভিয়ের এবং অ্যাবটের আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে কোলপাকে যাওয়ার কারণ এক বলে দাবি করছেন ডু প্লেসিস।
'ডুয়ানের সঙ্গে আমি কথা বলেছি। তাঁর কোলপাকে যাওয়ার কারণ আর কাইলের যাওয়ার কারণ একই। কেউ আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিচ্ছে, এর অবশ্যই কিছু কারণ আছে।'