ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাঙ্গালুরুতে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ভারতকে সাত উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে ভারতের মাটিতে ভারতকে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তাঁরা।
১৯১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মার্কাস স্টয়নিসের (৭) উইকেট হারায় অজিরা। এরপর অধিনায়ক অ্যারন ফিঞ্চও (৮) ফিরে গিয়েছেন।
এরপর ৭৩ রানের জুটি গড়েন ডা'রসি শর্ট এবং গ্লেন ম্যাক্সওয়েল। ব্যক্তিগত ৪০ রানে ডা'রসি শর্ট ফিরে গেলেও দলকে জেতাতে ব্যর্থ হননি ম্যাক্সওয়েল।

৫৫ বলে সাতটি চার ও নয়টি ছক্কায় ১১৩* রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। তাঁর এমন ইনিংসে দুই বল হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা ভারত শুভসূচনা পেয়েছে লোকেশ রাহুলের ব্যাটে। শিখর ধাওয়ান ১৪ রান করে ফিরে গেলেও ২৬ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন রাহুল।
আরেকদিকে কোহলিও ব্যাটে ঝড় তোলেন। ৩৮ বলে দুটি চার এবং ছয়টি ছক্কায় ৭২* রানের ইনিংস খেলেন তিনি। শেষদিকে কোহলির সঙ্গে যোগ দেন মহেন্দ্র সিং ধোনি।
ধোনি তিনটি চার ও সমান ছক্কায় ২৩ বলে ৪০ রান করলে চার উইকেটে ১৯০ রানের বিশাল পুঁজি পায় ভারত।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ভারতঃ- ১৯০/৪ (২০ ওভার)
(কোহলি ৭২*, ধোনি ৪০; বেহরেনডর্ফ ১/১৭)
অস্ট্রেলিয়া ১৯৪/৩ (১৯.৪ ওভার)
(ম্যাক্সওয়েল ১১৩*; শর্ট ৪০; শঙ্কর ২/৩৮)