তিন ফরম্যাটে কোহলির 'পঞ্চাশ'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি- সকল ফরম্যাটের ক্রিকেটে ব্যাট হাতে গড় ৫০ এর বেশি রান করছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এমন মাইলফলকে এর আগে পা দেননি কেউই।
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গণে খেলতে নামলেই রেকর্ডের সাক্ষী হওয়া নতুন কিছু নয় কোহলির জন্য। এবার আরেকটি নতুন রেকর্ড গড়লেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে খেলতে নেমে ব্যাট হাতে ৩৮ বলে অপরাজিত ৭২ রান করেছেন কোহলি।
আর তাতেই তাঁর টি-টুয়েন্টি গড় পৌঁছেছে ৫০.২৯ -এ। এছাড়া টেস্টে তাঁর গড় ছিল ৫৩.৭৬, আর ওয়ানডেতে ৫৯.৫১।
টেস্ট বা ওয়ানডেতে ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের দৌড়ে ইতিমধ্যেই সক্রিয় অবস্থান কোহলির। এবার যেন টি-টুয়েন্টি ক্রিকেটকে আরও বেশি মনোযোগের সঙ্গে নিচ্ছেন তিনি।
এদিনে কোহলি গড়েছেন আরেকটি বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি চার (২২৩) হাঁকানো ব্যাটসম্যান এখন কোহলি।
যদিও সমান সংখ্যক চার হাঁকিয়েছেন সাবেক লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান। কিন্তু দিলশান ২২৩ টি চার হাঁকাতে খেলেছেন ৭৯ ইনিংস। আর কোহলির খেলতে হল মাত্র ৬২ ইনিংস! তাই এই তালিকার শীর্ষে থাকবে কোহলির নাম।