আরও সুযোগ চান রাহানে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সীমিত ওভারের ক্রিকেটে আরও সুযোগ চান ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। সম্প্রতি সাদা পোষাকে নিয়মিত হলেও গত বছরের দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে ব্রাত্য এই তারকা।
সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুর সাথে আলাপকালে পর্যাপ্ত ও ধারাবাহিক ভাবে সুযোগ না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি সবসময় দলের জন্য খেলেন। তাই তাঁর যথেষ্ঠ সুযোগ প্রাপ্য বলে মনে করেন রাহানে।

'পয়েন্ট হলো একজন খেলোয়াড় হিসেবে আমি সবসময় আমার দলের জন্য খেলি। তাই আমি ধারাবাহিক ভাবে আরও সুযোগ পাওয়ার যোগ্য। আমি শুধু এটাই বলতে চাই।'
প্রাকৃতিক ভাবেই তিনি একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান, এমনটাই দা??ি রাহানের। তবে সবার আগে দল। পর্যাপ্ত সুযোগের জন্য হতাশা প্রকাশ করলেও রাহানে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান করছেন।
'আমি একজন ব্যাটসম্যান হিসেবে একজন আক্রমণাত্মক কিন্তু এটা প্রাকৃতিক কারণে। আমি কিছুটা কুন্ঠিত। আমি চাই আমার ব্যাট কথা বলুক কিন্তু কখনও কখনও স্ত্য কথা বলাটা গুরুত্বপূর্ণ। আমি সবসময় বিশ্বাস করি দল সবার আগে। আমি টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান করি।'
গত বছর অস্ট্রেলিয়া ও উইন্ডিজ সফরে ওপেনার হিসেবে দারুণ খেলেছিলেন রাহানে। তবে দক্ষিণ আফ্রিকা সফরে নির্বাচকরা তাকে ৪ নম্বরে খেলানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছিলেন বলে জানালেন রাহানে।
'সত্যি বলতে কী, আমি আমার ব্যক্তিগত সাফল্য সম্পর্কে কখনো ভাবিনি। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমি ওপেনার হিসেবে ভালো খেলেছিলাম। কিন্তু দক্ষিন আফ্রিকায় ম্যানেজমেন্ট মনে করেছিল যে আমি ৪ নম্বরের জন্য উপযুক্ত। আমি বললাম 'আপনারা যা পছন্দ করেন' কারণ দলটি এটা চেয়েছিল।'