তরুণদের জন্য আদর্শ গেইলঃ ব্রাভো

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাম্প্রতিক সময়ে অবসরের ঘোষণা দেওয়া উইন্ডিজ ওপেনার ক্রিস গেইলকে উইন্ডিজের তরুণ ক্রিকেটারদের আদর্শ বলে মানছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো।
ড্রেসিং রুমে ক্যারিবিয়ান দানবকে পাওয়াও 'অমূল্য' বলে মনে করছেন তিনি। সোমবার দিন এক সাক্ষাৎকারে ব্রাভো জানিয়েছেন,

'সে নিশ্চিতভাবেই তরুণ ক্রিকেটারদের আদর্শ। শুধু আদর্শ নয়, সে একজন কিংবদন্তীও বটে। ক্রিস গেইলকে ড্রেসিং রুমে পাওয়া অমূল্য একটি বিষয়।
'সে সবাইকে হাসাতে পারে। একারণে আমরা যখন খেলতে নামি, আমি সেটা খুবই উপভোগ করি। ড্রেসিং রুমে সে সবসময় তরুণদের বিভিন্ন তথ্য দেয়। তাঁদের বিভিন্ন বিষয়ে সাহায্য করে। সে ক্রিকেট সম্পর্কে খুব ভালোভাবে বুঝে।'
বর্তমানে ৩৯ বছর বয়সী গেইল আগের মতো শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলেন না, তবে খেলার ধরনে বদল আনলেও গেইল এখনও আগের মতোই ভয়ঙ্কর মনে করেন ব্রাভো।
'আপনি যদি পরিসংখ্যান দেখেন, তাহলেই বুঝবেন আন্তর্জাতিক ক্রিকেটে সে কতকিছু করেছে। আমরা আসলেই তাঁর মতো ক্রিকেটারকে পেয়ে খুশি।
'এখন তাঁর বয়স হয়েছে। কিন্তু এখনও সে মারকুটে ভঙ্গিমায় খেলে। এটা দেখলেই তাঁর ক্ষমতা বোঝা যায়। শেষ কয়েক বছরে সে তাঁর খেলার ধরণ পরিবর্তন করেছে। সে এখন শুরু থেকেই মারকুটে ভঙ্গিমায় খেলে না।'