promotional_ad

সাদা পোষাকে ফিরেই ব্যানক্রফটের সেঞ্চুরি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। তাঁর নিষেধাজ্ঞা কেটে গেছে ???ত বছরের ডিসেম্বরে। নিষেধাজ্ঞা কাটিয়ে বিগব্যাশে পার্থ স্কোর্চার্সের হয়ে খেলেছেন তিনি।


ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন তিনি। ১১ ম্যাচে ৩৩.১১ গড়ে দুটি হাফসেঞ্চুরিসহ তাঁর ব্যাট থেকে এসেছে ২৯৮ রান। যদিও তার দল পার্থ স্কোর্চার্স বিদায় নিয়েছে বিগব্যাশের গ্রুপ পর্ব থেকেই।



promotional_ad

সাদা পোষাকে নিজের প্রত্যাবর্তনটাও রাঙিয়েছেন ব্যানক্রফট। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নামা এই ডানহাতি উদীয়মান তারকা ১৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।


যা তাঁর দলের অর্ধেকেরও বেশি রান। ওপেনিংয়ে নেমে স্যাম হোয়াইটম্যানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১১৯ রান যোগ করেন ব্যানক্রফট। হোয়াইটম্যান বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন তিনি।


একা শেষ পর্যন্ত লড়াই করে দলকে পৌঁছে দিয়েছেন ২৭৯ রানে। শেষ ব্যাটসম্যান বিদায় নিলেও ব্যানক্রফট অপরাজিত থাকেন ১৩৮ রানে। ব্যানক্রফটের ইনিংসটি ছিলো ৩৫৮ বলের। সাজানো ছিলো ৮টি চার ও ৩টি ছয়ে।



গত বছর মার্চে কেপটাউনের নিউল্যান্ডসে বল টেম্পারিং করেছিলেন ব্যানক্রফট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে শিরিষ কাগজ দিয়ে বল ঘষেছিলেন তিনি। এই কারণে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সাথে তাকেও নিষিদ্ধ করা হয়।


স্মিথ ওয়ার্নাররা ১২ মাসের নিষেধাজ্ঞা ভোগ করলেও। ব্যানক্রফট নিষেধাজ্ঞা ভোগ করেন ৯ মাসের জন্য। অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৮ টেস্ট ও ১ টি-টুয়েন্টি খেলেছেন ব্যানক্রফট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball