পাকিস্তানকে নিষিদ্ধ করতে আইসিসির কাছে ভারতের চিঠি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাশ্মীরের পুলওয়ামা হামলায় পাকিস্তানের সংযুক্তি থাকায় আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে বাদ দিতে আইসিসির নিকট চিঠি পাঠাতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদনে এসেছে এমনই এক ঘটনা।
তবে আইসিসির কাছে চিঠি পাঠানোর আগে আগামী শুক্রবারে নিজেদের এক সভায় এই বিষয়ে আলোচনা করবে বিসিসিআই। ক্রিকইনফোর ধারণা বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিসট্রেশনের (কোয়া) চেয়ারম্যান ইতিমধ্যেই সেই চিঠি দেখেছেন।

চিঠিটি নাকি আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এবং বিশ্বকাপের আয়োজক পরিচালক স্টিভ এলোর্থি কে উদ্দেশ্য করে লিখা হয়েছে। কোয়ার আরেক সদস্য ডায়ানা এডুলজির কারণেই নাকি চিঠিটি এখনও পৌঁছানো হয়নি আইসিসিতে।
শেষবার এই বিষয়ে আলোচনা করতে শুক্রবার সভা ডেকেছে কোয়া। যদিও মিডিয়ার কাছে জানানো হয়েছে অন্য ইস্যুতে ডাকা হয়েছে এই সভাটি।
উল্লেখ্য, জুনের ১৬ তারিখে বিশ্বকাপের খেলায় মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর ভারতকে পাকিস্তানের সঙ্গে খেলতে মানা করছে দেশটির সাবেক কয়েকজন ক্রিকেটার যার মধ্যে আছেন সৌরভ গাঙ্গুলি এবং আজহার উদ্দিনের মতো ক্রিকেটারও।
গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় ভয়াবহ আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে ৩৭ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সদস্যের মৃত্যু হয়েছে।
একই ঘটনায় আহত হয়েছে ৪০ জনের বেশি। এমন নৃশংস ঘটনার দায় স্বীকার করেছে বিশেষ এক জঙ্গী গোষ্ঠী। ভারতের দাবি, পাকিস্তানের সহযোগিতায় এমন ঘটনা ঘটেছে।