বাংলাদেশের বিপক্ষে মাইলফলকে টেইলর

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলরের। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলতে নেমে এমন মাইলফলক স্পর্শ করেছেন টেইলর।
৬৯ রানের ইনিংস খেলার পথে সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে পেছনে ফেলেছেন তিনি। ফ্লেমিং ওয়ানডেতে করেছিলেন ৮০০৭ রান।

তাঁকে টপকে ৩৪ বছর বয়সী টেইলর করেছেন ৮০২১ রান। কিউই ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ফিফটি এবং সেঞ্চুরিও টেইলরের দখলে।
এখন পর্যন্ত ২১৮ ম্যাচে ২০ টি সেঞ্চুরি এবং ৪৭ টি ফিফটি করেছেন তিনি। এদিকে টেস্ট ক্রিকেটেও স্বদেশী ফ্লেমিংকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে টেইলরের।
এখন পর্যন্ত ৯০ টেস্টে ৬৫২৩ করেছেন টেইলর। ফ্লেমিংকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি রানের মালিক হতে তাঁর প্রয়োজন ৬৪৯ রান।