পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয় ভারতেরঃ হরভজন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাশ্মীর হামলার উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেটেও। একদিকে পিএসএল ব্রডকাস্টিং থেকে সরে দাঁড়িয়েছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স গ্রুপ, এবার ভারতীয় স্পিনার হরভজন সিং বললেন, পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয় ভারতের!
এমনকি বিশ্বকাপের মঞ্চেও পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ চান না হরভজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে হরভজন জানান,
'বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত নয়। ভারত অনেক শক্তিশালী দল, পাকিস্তানের সঙ্গে না খেলেও বিশ্বকাপ জিততে পারে। এখন কঠিন সময়।

'সে আক্রমণটি সম্প্রতি হয়েছে তা অবিশ্বাস্য। এটা খুবই বাজে হয়েছে। আশা রাখি সরকার এজন্য কঠোর সিদ্ধান্ত নিবেন। আর খেলার দিক থেকে আমি বলব তাঁদের সঙ্গে আমাদের সম্পর্কই রাখা উচিত নয়।'
পাক-ভারত ম্যাচ হলে এমন দুর্ঘটনা আরও বেশি ঘটতে পারে দাবি করছেন হরভজন। এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন,
'যতই সম্পর্ক রাখতে যাব, তাঁরা এমন করবে। আমি মনে করি ক্রিকেট খেলার জন্য পাকিস্তানের সঙ্গে আমাদের কোন সম্পর্ক না থাকলেও চলবে।'
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় ভয়াবহ আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে ৩৭ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সদস্যের মৃত্যু হয়েছে।
একই ঘটনায় আহত হয়েছে ৪০ জনের বেশি। এমন নৃশংস ঘটনার দায় স্বীকার করেছে বিশেষ এক জঙ্গী গোষ্ঠী। ভারতের দাবি, পাকিস্তানের সহযোগিতায় এমন ঘটনা ঘটেছে।