ডি ভিলিয়ার্সকে ছাড়াও প্রোটিয়ারা পরিণত দলঃ গিবস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সকে ছাড়াও দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং লাইনআপ যথেষ্ট পরিণত মনে করছেন দেশটির আরেক সাবেক তারকা হার্শেল গিবস।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরে যান ডি ভিলিয়ার্স। আসন্ন বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের অনুপস্থিতি ভোগাবে না প্রোটিয়া ব্যাটিং লাইনআপকে, মনে করছেন গিবস।

একইসঙ্গে দলে একজন মানসম্পন্ন অলরাউন্ডারের অভাব বোধ করছেন তিনি। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে সাবেক এই তারকা ক্রিকেটার জানান,
'দক্ষিণ আফ্রিকা দলটি এবিকে ছাড়াও যথেষ্ট পরিণত। আমাদের ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি ককদের মতো ক্রিকেটাররা আছেন। সমস্যা হচ্ছে দলে অলরাউন্ডার নেই।'
আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালের দুটো দল বাছাইও করেছেন গিবস। ইংল্যান্ড এবং ভারতকে হট ফেবারিট মানছেন তিনি। তবে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেকোনো দলের বোলিং লাইনআপ, বিশ্বাস গিবসের।
'এটা বলা খুব সহজ। বিশ্বকাপের খুব কঠিন দুটি প্রতিপক্ষ ইংল্যান্ড এবং ভারত। কিন্তু সেমিফাইনালের বাকী দুইটি জায়গা কারা নিবে, সেটা বলা মুশকিল।
'ইংল্যান্ডে আবহাওয়া কেমন থাকবে তাঁর উপরে অনেক কিছুই নির্ভর করছে। বোলিং আক্রমণ ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ, কেননা বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'