বিশ্বকাপের পরই অবসরে গেইল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেই ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের একটি টুইট এমন সংবাদ জানিয়েছে।
টুইটারে করা একটি টুইটে তাঁরা লিখেছে, '২০১৯ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর অবসরে যাবেন উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল।'

২০১৮ সালের জুলাইতে ঘরের মাটিতে শেষবার ওয়ানডে খেলেছেন গেইল। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এবার অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন তিনি।
মাঝে ভারত এবং বাংলাদেশ ঘুরে গিয়েছে উইন্ডিজ। কিন্তু সেসময় আফগানিস্তান প্রিমিয়ার লীগ এবং টি-টেন লীগ খেলে ব্যস্ত সময় পার করেছেন গেইল।
এরপরে বাংলাদেশ প্রিমিয়ার লীগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন গেইল। যদিও প্রতিবারের তুলনায় এবারের বিপিএলে বেশ নিস্প্রম্ভ দেখা গিয়েছে গেইলকে।
১৯ বছরের লম্বা ক্যারিয়ারে ২৮৪ টি ওয়ানডে খেলেছেন গেইল। ৩৭.১২ গড়ে ৯,৭২৭ রান করেছেন তিনি। ৮৫.৫২ স্ট্রাইক রেটে খেলা গেইলের সেঞ্চুরি আছে ২৩ টি।