পরিকল্পনা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই বাংলাদেশের কোনো পরিকল্পনা কাজে লাগেনি।
টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান জানিয়েছেন, প্রতিটি ম্যাচেই তাদের লক্ষ্য থাকে জয় নিয়ে মাঠ ছাড়ার, তবে নিউজিল্যান্ডের মাটিতে সেই পরিকল্পনা কাজে লাগছে না।

‘প্রতিটি ম্যাচ আমরা চেষ্টা করি জিততে। সেটি দেশে হোক কিংবা দেশের বাইরে। আমরা যে পরিকল্পনায় খেলছি, সেটা এ, বি যেটাই হোক কাজে লাগাতে পারছি না। ম্যাচে কেন যেন হচ্ছে না।'
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ডুনেডিনে। সেই ম্যাচের আগেই নিজেদের ভুলত্রুটি শুধরে ফেলার পরিকল্পনা বাংলাদেশ দলের।
দ্বিতীয় ওয়ানডে শেষে সাব্বির বলেছেন, একসাথে বলসে নিজেদের ভুল শুধরে ফেলতে চান তারা। পরিকল্পনা যাই হোক, অনুশীলনে তা ঠিক করে ফেলাই লক্ষ্য টাইগারদের।
'আমাদের বসতে হবে। ঠিক করতে হবে ভুলটা কোথায় হচ্ছে। প্ল্যান এ, বি যেটাই হোক আমরা চেষ্টা করব অনুশীলনে ঠিক করে ফেলতে।’