বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তানঃ মঈন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ২০১৯ সালের বিশ্বকাপেও মুখোমুখি হবে দুই দল। আর এবারও ভারতকে হারাবে পাকিস্তান, মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার মঈন খান।
দলীয় স্পিরিটের কারণে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দেশটির সাবেক এই উইকেটরক্ষক। এছাড়া পাকিস্তান দলে ক্রিকেটারদের ভ্যারিয়েশনও মুগ্ধ করেছে মঈনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান,

'এটা খুবই মজার একটি বিশ্বকাপ হতে যাচ্ছে। আমার মনে হচ্ছে পাকিস্তান এবার জিতবে। আমাদের ছেলেদের দলগত স্পিরিট দারুণ। তাঁরা বিশ্বকাপে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলে যাবে, এটা দারুণ।
'পাকিস্তানের বর্তমান দলটি ভারতের বিপক্ষে বিশ্বকাপে জিতবে কেননা এই দলে প্রতিভাবান, ভ্যারিয়েশন সবকিছুই আছে।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের মাটিতে খেলেই জিতেছিল পাকিস্তান। এবারও তাই পাকিস্তান ফেভারিট মানছেন মঈন। জুনের ১৬ তারিখে অনুষ্ঠেয় এই ম্যাচকে নিয়ে মঈন আরও জানান,
'আমি এমনটা বলছি কারণ আমাদের ছেলেরা ভারতকে দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছে। তখন ইংলিশ কন্ডিশনের জুন মাসই ছিল। সেখানকার কন্ডিশন অনুযায়ী ভালো বোলার আছে আমাদের।'