কপিল দেবকে ছাড়িয়ে স্টেইন

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট উইকেট শিকারে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে ছাড়িয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস সেনসেশন ডেল স্টেইন। শ্রীলংকার বিপক্ষে চলমান টেস্টে এমন কীর্তি গড়েছেন তিনি।
সফরকারীদের বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন স্টেইন। আর তাতেই কপিল দেবকে পেছনে ফেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে কপিল পেয়েছিলেন ৪৩৪ টি উইকেট।

স্টেইনের বর্তমান টেস্ট উইকেট সংখ্যা ৪৩৭ টি। সমান সংখ্যক উইকেট পেয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডও। সব মিলিয়ে টেস্ট উইকেট শিকারির তালিকায় সপ্তম অবস্থানে আছেন স্টেইন।
৮০০ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। দুইয়ে আছেন অজি কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্ন (৭০৮)।
তিন নম্বরে ভারতের ইতিহাস সেরা স্পিনার অনিল কুম্বলে (৬১৯)। চার নম্বরে আছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন (৫৭৫)। ৫৬৩ উইকেট নিয়ে এরপর আছেন অজি কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রা।
উইন্ডিজ পেস কিংবদন্তি এবং বাংলাদেশ দলের বর্তমান পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আছেন তালিকার ষষ্ঠ স্থানে।