একদিনেই অলআউট দক্ষিণ আফ্রিকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডারবান টেস্টের প্রথম দিনেই অলআউট হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তাঁদের ২৩৫ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ৪৯ রান করেছে সফরকারী শ্রীলংকা। এখনও দলটি পিছিয়ে আছে ১৮৬ রানে।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। দলের বোলিং লাইনআপে পর্যাপ্ত ভরসা ছিল তাঁর। বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দো এদিনে একাই নিয়েছেন চার উইকেট।

আরেক পেসার কাসুন রাজিথা নিয়েছেন তিন উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সুরাঙ্গা লাকমাল এবং অভিষিক্ত লাসিথ এম্বুলদেনিয়া।
১৭ রানেই এদিনে তিন উইকেট হারায় প্রোটিয়ারা। একে একে ফিরে যান ডিন এলগার (০), হাশিম আমলা (৩) এবং এইডেন মার্করাম (১১)। আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যানরা অবশ্য রান পেয়েছেন।
৯৪ বলে ৮০ রান করেন কুইন্টন ডি কক। এছাড়া টেম্বা বাভুমা করেন ৪৭ রান। অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ৩৫ রান। এছাড়া শেষদিকে ২৯ রানের কার্যকরী ইনিংস খেলেন কেশব মহারাজ।
জবাবে ব্যাট করতে নেমে শেষ বিকেলে শুন্য রানে ফেরেন লাহিরু থিরিমানে। করুনারত্নে আছেন ২৮* রানে। সঙ্গী অভিষিক্ত ওসাদা ফার্নান্দো আছেন ১৭* রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ-
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ- ২৩৫/১০
(কক ৮০, বাভুমা ৪৭; ফার্নান্দো ৪/৬২)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ- ৪৯/১
(করুনারত্নে ২৮*; স্টেইন ১/১০)