কোহলির ব্যাটিং অনুকরণ করতে চান পোপ

ছবি: গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সাধারণত কোন ক্রিকেটারের ব্যাটিংয়ের ধরণ অনুকরণ করতে আগ্রহী নন তরুণ ইংলিশ ক্রিকেটার অলি পোপ। তবে ভারতের অধিনায়ক ভিরাট কোহলির ব্যাটিং যদি তাঁকে অনুকরণ করতে বলা হয়, তাহলে তিনি তা সানন্দেই করবেন।
ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া ক্রিকেটার নটিংহাম টেস্টে সামনাসামনি দেখেছেন কোহলির ব্যাটিং। আর তাতেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন তিনি। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সাদা পোশাকে দুটি ম্যাচ খেলা পোপ জানান,

'আমি সাধারণত কোন ক্রিকেটারের খেলা অনুকরণ করতে চাই না। তবে ক্রিকেটারটি যদি কোহলি হয়, তাহলে অনুকরণ করাই যায়। তাঁর খেলা দেখে আমি অনেক কিছু শিখেছি।
'নটিংহামে সে যেভাবে খেলেছে, সেটা দেখেও ভালো লেগেছে। সে যখন উইকেটের বাইরে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকতো বা যখন সে দুর্দান্ত সুইং গুলোর সামাল দিতো, তা দেখাটা অবশ্যই আনন্দদায়ক।'
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে ভারতের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছিলেন পোপ। জানা গেল, কোহলি ছাড়াও নিজ দলের অধিনায়ক জো রুটের ব্যাটিংয়ের ভক্ত তিনি।
'ইংল্যান্ড ড্রেসিং রুমে আমি যখন থাকি তখন জো রুটের সঙ্গে যতটুকু সম্ভব কথা বলতে থাকি। আমার খেলা তাঁর সঙ্গে মিলে যায়, বিশেষ করে আমার শট নির্বাচনগুলো। আমি ব্যাটিং করার সময় তাঁর চিন্তাধারা অনুকরণের চেষ্টা করি।'