promotional_ad

সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড-ভারত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টি ম্যাচ খেলতে হ্যামিল্টনে রবিবার মাঠে নামছে নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশ সময় দুপুর ১.০০ টায় শুরু হবে এই ম্যাচটি।


ওয়ানডে সিরিজে ১-৪ ব্যবধানে হারলেও টি-টুয়েন্টি সিরিজে এখন পর্যন্ত সমতায় আছে নিউজিল্যান্ড (১-১)। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে ম্যাচটি জিতে নিতে চাইবে তাঁরা।


অপরদিকে নিউজিল্যান্ডের মাটিতে রাজত্ব করে চলেছে ভারত, শিরোপা জয়ে স্বাভাবিকভাবেই চোখ রেখেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।



promotional_ad

এদিকে এই ম্যাচে মাঠে নামার আগে দারুণ এক রেকর্ডের সম্মুখীন রোহিত। আর দুটি ছক্কা হাকালেই আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে পৌঁছাবেন তিনি।


আপাতত ১০২ টি ছক্কা নিয়ে তালিকায় তৃতীয়তে আছেন তিনি। সমান ১০৩ টি ছক্কা নিয়ে শীর্ষ দুই স্থানে আছেন ক্রিস গেইল এবং মার্টিন গাপ্টিল।


সম্ভাব্য একাদশঃ-


নিউজিল্যান্ডঃ- টিম সেফার্ট (উইকেটরক্ষক), কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, ডার্ল মিচেল, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার। 



ভারতঃ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, রিশভ পান্ত, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, খলিল আহমেদ, যুবেন্দ্র চাহাল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball