অভিষেকের অপেক্ষায় চামিকা করুনারত্নে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ইনজুরি আক্রান্ত লাহিরু কুমারার পরিবর্তে পেসার চামিকা করুনারত্নেকে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট।
ব্রিসবেন টেস্টে ইনজুরির কবলে পড়ে অস্ট্রেলিয়া সফর শেষ হয়ে গিয়েছে লঙ্কানদের তিন পেসার লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ এবং দুশমন্ত চামিরার। তাঁদের মধ্যে কুমারা এবং প্রদীপের ইনজুরিটি ছিলো হ্যামস্ট্রিংয়ের। অপরদিকে গোড়ালির ইনজুরির শিকার হয়েছেন চামিরা।

টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ডান হাতি পেসার করুনারত্নে এখন পর্যন্ত ২৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। যেখানে বল হাতে তাঁর শিকার ৫৯টি উইকেট। পাশাপাশি ব্যাটিংটাও করতে পারেন তিনি।
৭টি অর্ধশতক এবং ১টি শতক রয়েছে তাঁর প্রথম শ্রেণীর ম্যাচে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে খেলেছিলেন ২২ বছর বয়সী চামিকা করুনারত্নে।
উল্লেখ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস এবং ৪০ রানের ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারী শ্রীলঙ্কা। আগামী মাসের ১তারিখ ক্যানবেরাতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল।
শ্রীলঙ্কা স্কোয়াডঃ
দীনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, ধনঞ্জয়া ডি সিলভা, রোশন সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দিলরুয়ান পেরেরা, লক্ষ্মণ সান্দাকান, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, দুশমন্ত চামিরা, কাশুন রাজিথা।