ম্যাক্সওয়েলকে অধিনায়ক চান জনসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে গ্ল্যান ম্যাক্সওয়েলকে দেখতে ইচ্ছুক সাবেক অজি পেস তারকা মিচেল জনসন। তাঁর বিশ্বাস ম্যাক্সওয়েল এমন একজন ক্রিকেটার যিনি কিনা সর্বদা দলের জন্য চিন্তা করেন।
পাশাপাশি একজন অধিনায়কের যে গুণ থাকা দরকার তাঁর বেশিরভাগই ম্যাক্সওয়েলের মাঝে দেখেছেন জনসন। বিশেষ করে ক্রিকেট খেলাটিকে বেশ ভালোভাবে বোঝার মতো সক্ষমতা এই অলরাউন্ডারের রয়েছে, বিশ্বাস সাবেক এই পেসারের। সানডে টাইমসের একটি কলামে জনসন লিখেছেন,
'গ্ল্যান ম্যাক্সওয়েলকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করার আমার সিদ্ধান্তটি অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ম্যাক্সওয়েল একজন ক্রিকেট পাগল মানুষ যে কিনা খেলাটি অনেক বেশি ভালোবাসে এবং গভীরভাবে ভাবে এটি নিয়ে। সে এমন একজন খেলোয়াড় যে সর্বদা দলের জন্য আগে চিন্তা করে। সে খেলাটি ভালোভাবে পড়তে পারে এবং এটি একজন অধিনায়কের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল ছাড়াও আইপিএলে একসাথে খেলেছিলেন জনসন এবং ম্যাক্সওয়েল। দীর্ঘ দিনের সতীর্থকে তাই বেশ ভালোই জানা আছে জনসনের। আর সেই চেনাজানা থেকেই তাঁর উপলব্ধি,
'তাঁর সাথে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার পর, আমি বলতে পারি যে তাঁকে ভুল বোঝা হয়েছে। আমি মনে করি না যে সে খুব বেশি চিন্তিত তাঁকে নিয়ে সবাই কি ভাবছে সেটি নিয়ে এবং এটাই মানুষকে কখনও বিমুখ করে তোলে।'
ম্যাক্সওয়েল নিজের যেকোনো মতামত আত্মবিশ্বাসের সহিত সকলের কাছে প্রকাশ করেন, মন্তব্য জনসনের। একজন আদর্শ ক্রিকেটার হিসেবে এই গুণটিই সবথেকে গুরুত্বপূর্ণ। জনসনের ভাষায়,
'আমি মনে করি আমাদের খেলোয়াড়দের উচিৎ তাঁদের উপস্থিতি জানান দেয়া এবং দলগত পরিবেশে নিজেদের মতামত আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করা। সে অবশ্যই সেটি করছে।'
উল্লেখ্য সম্প্রতি সফরকারী ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের নেতৃত্ব নিয়ে সন্তুষ্ট হতে পারেননি অনেক সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাই। জনসনও ছিলেন তাঁদের মধ্যে একজন। আর সেই কারণে তাঁকে হঠিয়ে ম্যাক্সওয়েলকে অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।