আর্চারকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ ভাবনা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের জন্য পেস বোলিং অলরাউন্ডার জোফরা আর্চারকে বিবেচনায় রাখা হবে, জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যাশলি জাইলস। তবে তার আগে এই বিষয়ে প্রধান নির্বাচক এড স্মিথের সঙ্গে আলাপ করবেন তিনি।


চলতি বছরের মার্চের পরই ইংলিশদের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন আর্চার। তাঁর মতো গতিময় একজন পেস বোলিং অলরাউন্ডারকে ইংলিশদের হয়ে মাঠে দেখার জন্য মানুষ মুখিয়ে আছে বলে মনে করছেন জাইলস।


promotional_ad

ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান অবশ্য জানিয়েছিলেন, দলে কোন প্রকার ইনজুরি সমস্যা না হলে আর্চারকে স্কোয়াডের বাইরেই থাকতে হবে। কিন্তু জাইলস মনে করছেন, আর্চারের বিশ্বকাপ খেলার মত দক্ষতা আছে বলেই তাঁকে বিবেচনা করা হবে। তিনি বলেন,   


'বিশ্বকাপের জন্য আমাদের ভাবনায় সে আছে। মার্চের পরই সে ইংলিশদের হয়ে খেলতে পারবে। ব্যাপারটা খুব দারুণ হবে যখন তাঁকে আমরা পুরোপুরি ভাবে পেয়ে যাব। 


সে একজন গতিময় পেসার এবং মানুষ মুখিয়ে আছে তাঁকে জাতীয় দলের হয়ে দেখার জন্য। ওয়ানডে ফরম্যাটে তাঁর স্কিল আমাদের অনেক কাজে আসবে বলে আশাবাদী।'


উল্লেখ্য ক্যারিবিয়ান বংশোদ্ভূত আর্চার বর্তমানে ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় আছেন। তাঁর বাবা ইংল্যান্ডের অধিবাসী হওয়াতেই এই সুযোগ পাচ্ছেন আর্চার।


নাগরিকত্ব পাওয়ার পর আগামী মার্চে ইংল্যান্ড দলে খেলার জন্য আবেদন করতে পারবেন তিনি। আগামী এপ্রিলের ২৩ তারিখের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে সব দলকে। সুতরাং আর্চার বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball